Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সহকারী বন সংরক্ষক


মোঃ তবিবুর রহমান

সহকারী বন সংরক্ষক, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ।


জনাব মোঃ তবিবুর রহমান ২৬ জানুয়ারি, ২০২৩ তারিখ ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ, রাঙ্গামাটিতে যোগদান করেন। সরকারি চাকুরিতে দীর্ঘ পথ পরিক্রমায় তিনি সহকারী বন সংরক্ষক (ACF) হিসেবে সামাজিক বন বিভাগ, রংপুর; সামাজিক বন বিভাগ, ফরিদুপর; বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সিলেট; ময়মনসিংহ বন বিভাগ; ময়মনসিংহ; ঢাকা বন বিভাগ, আগারগাঁও, ঢাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারী পার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

জনাব মোঃ তবিবুর রহমান ১৯৭৪ সালের ১৫ এপ্রিল যশোর জেলাধীন কেশবপুর উপজেলার মধ্যপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি কেশবপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এসএসসি এবং ১৯৯১ সালে কেশবপুর ডিগ্রি কলেজ, যশোর থেকে এইচএসসি পাশ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিদ্যায় ১৯৯৪ সালে স্নাতক (সম্মান) ও ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

জনাব মোঃ তবিবুর রহমান ২০০৬ সালে ভারতের পশ্চিবঙ্গ থেকে “শালকপিচ ব্যবস্থাপনা” এর উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ২০১৪ সালে ভারতের দেরাদুনে অবস্থিত Wildlife Institute of India (WII) থেকে “আধুনিক বন্যপ্রাণী ব্যবস্থাপনা” এর উপর Post Graduate Diploma সম্পন্ন করেন।